নওগাঁয় বৈদ্যুতিক শকে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইলেক্ট্রিক ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে সোহেল রানা (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মন্ডল মোড়ে শারমিন ষ্টোরের মালিক শাহজাহান আলীর বাড়িতে এই দূর্ঘটনাটি ঘটেছে। মৃত সোহেল রানা সাপাহার উপজেলার আশড়ন্দ মোল্লাপাড়ার শফিউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিস্ত্রি সোহেল রানা তার সহযোগী নিয়ে শাহজাহান আলীর বাড়িতে তিন তলায় বিদ্যুত ওয়ারিং এর কাজ করছিল। এমন সময় অসাবধানতা বশত: ৩ তলায় জানালায় এস এস পাইপ লাগানোর সময় পা সিলিপ করে বৈদ্যুতিক তারে স্পর্শে শক লেগে সোহেল পাশের ছাদের ওপর পড়ে যায়। এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্টের জন্য হাসপাহালে পুলিশ পাঠানো হয়েছে।
Comments (০)
Add Comment