নাটোরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি: নাটোরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদসহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুধিমহল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রজাতন্ত্র্রের কর্মচারীগণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের সকল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলদেশ বিনির্মানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরে পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বিভিন্ন সেবা প্রত্যাশিদের তাৎক্ষনিক সেবা প্রদান করা হয়।

Comments (০)
Add Comment