নাটোরে ঠান্ডার সাথে সাথে কুয়াশা জেঁকে বসছে

নাটোর প্রতিনিধি: নিম্ন চাপের কারনে দুই দিন লাগাতার বৃষ্টির পর এখন উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার মত নাটোরেও ঠান্ডার সাথে সাথে কুয়াশা জেঁকে বসছে। কুয়াশ স্থায়ী হওয়ায় সূর্যের মুখ দেখা যাচ্ছে একটু বেলা হলে। ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে সমস্যায়। কৃষকরাও ভোরে মাঠে কাজে যেতে পারছে না।

সকাল ১০ টা ১১ টার আগে তারা কাজে যেতে পারছেন না। তারা বলছেন দুই দিনের বৃষ্টির পর কুয়াশায় ঢেঁকে যাচ্ছে পুরো এলাকা। এর সাথে বেশ ঠান্ডা পড়েছে। ফলে তাদের কাজে বের হতে দেরী হওয়ায় কাজে অনেক ক্ষতি হচ্ছে। রাস্তাঘাটে লোক চলাচল কম থাকায় দোকানীরা দোকান খুলছেন দেরীতে। তেমন বেচা বিক্রিও হচ্ছে না। এছাড়াও হঠাৎ করে ঠা-া বেরে যাওয়ায় সবারই সর্দি-কাশিসহ নানা অসুখ দেখা দিচ্ছে।

Comments (০)
Add Comment