নিয়ামতপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। উপজেলায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী। রবিবার(২৬ নভেম্বর ) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত উপজেলার ৭ টি কলেজ থেকে ১২০৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ ১০২৬ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার গড়ে ৮৫.০৭ শতাংশ। তারমধ্যে নিয়ামতপুর সরকারি কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
মাদ্রাসা বিভাগে আলিম পরীক্ষায় উপজেলার ৬ টি মাদ্রাসা থেকে ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১০৮ জন শিক্ষার্থী পাশ করে। জিপিএ -৫ পেয়েছে ১ জন। মাদ্রাসা বিভাগে পাশের হার ৮৬.৪০ শতাংশ।
কারিগরি ভোকেশনাল (বিএম) পরীক্ষায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১৯৮ জন শিক্ষার্থী পাশ করে। জিপিএ -৫ পেয়েছে ৫ জন। কারিগরি বিভাগে পাশের হার ৯৩ শতাংশ।
Comments (০)
Add Comment