নিয়ামতপুরে ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা 

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত  পরিচালনা করে অনুমোদন হীন ল্যাব, পরীক্ষা কেন্দ্র, অব্যবস্থাপনার দায়ে নিরাময় ক্লিনিককে ৫৫ হাজার, বন্ধু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও এশিয়া হারবালকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে নিয়মিত রুটিন মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ।
ইউএনও প্রতিবেদককে বলেন, উপজেলায় বেসরকারি হাসপাতালগুলোকে (ক্লিনিক) রোগীর সুচিকিৎসার ব্যবস্থা, মানসম্মত পরিবেশ ঠিক রাখার জন্য বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব আলম ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার শাহা। এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
Comments (০)
Add Comment