নিয়ামতপুরে অসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যের আলোকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে নিয়ামতপুরে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে প্রধান অতিথি থেকে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গুচ্ছ গ্রামের ৫০টি পরিবারের মাঝে এ খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। খাবারের মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, আধাকেজি ডাল, ১ কেজি পিঁয়াজ ও ১ কেজি লবন ও আধাকেজি ছোলা।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পুষ্টিকর খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, এসিল্যান্ড নীলুফা সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হীরা, রসুলপুর-পাঁড়ইল ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা মাহবুব আলম, উপ-সহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতাল্লেব হোসেন বাবর, প্রমূখ।

 

Comments (০)
Add Comment