পাইকগাছায় পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা- সংশ্লিষ্ঠ প্রশাসন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অতিরিক্ত পুলিশ সুপার( দক্ষিন) জিএম আবুল কালাম আজাদ বলেছেন ৩০ জানুয়ারী শনিবার অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন ও দায়িত্ব-কর্তব্যে অবহেলা হলেও তাদের ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত নির্বাচনী ব্রিফিং সভায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উদেশ্যে এ কথা বলেন।

 

ব্রিফিং কালে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ডি) সার্কেল মোঃ হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ সুপার (এ) সার্কেল এসএম রাজু আহম্মেদ, ওসি মো: এজাজ শফী, ইন্সপেক্টর ( তদন্ত) আশরাফুল আলম।

এদিকে শুক্রবার সকালে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের করে পৌর সভায় মটর সাইকেল চালানোর অভিযোগে উপজেলা নির্বাহী এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম একাধিক মটর সাইকেল জব্দ করেছেন।

 

Comments (০)
Add Comment