পাইকগাছায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন ও সঙ্কট দেখা দিয়েছে সুপেয় পানির

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ও প্রানীকুল। গত এক সপ্তাহ ধরে তাপ মাত্রা একের পর এক বেড়েই চলেছে। এ ধরনের তীব্র তাবদাহ আরও কয়েকদিন থাকবে। আপাতত এ জেলায় আগামী ২/৩ দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

 

এদিকে প্রচণ্ড গরমে জনজীবনে চরম ভোগান্তিতে রয়েছে। একটু বৃষ্টির জন্য আকাশের দিকে চেয়ে রয়েছে রোজাদার মানুষ। কবে হবে একটু বৃষ্টি, কমবে তাপমাত্রা। রোজাদার মানুষ অনেকেই ঘরের বাহির হচ্ছে না।

 

পানির অভাব ও প্রচন্ড তাপদাহে ফসলাদী মরে যাচ্ছে। ক্ষতি হচ্ছে আম, জাম, লিচু সহ বিভিন্ন প্রকার ফল। শুকিয়ে গেছে খাল বিল। সঙ্কট দেখাদিয়েছে সুপেয় পানির। অনেক জায়গায় টিউবয়েলের পানির লিয়ার নিচে নেমে গেছে।

 

এ অনাবৃষ্টির কারণে বাড়ছে গরম জনিত রোগ।

 

Comments (০)
Add Comment