পাইকগাছায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার করোনা কালীন স্বাস্থ্যবিধী মেনে শেখ কামালের ছবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনের মধ্যোদিয়ে দিবসটি পালন করা হয় ।

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ছবির স্মৃতির সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহারিয়ার হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মুক্তিযোদ্ধা তোকারাম হোসেন টুকু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণু পদ বিশ্বাস, মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাশ, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, আনসার বিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি, প্রভাষক ময়নুল ইসলাম, যুবউন্নয়নের গবিন্দ কুমার দে, রবিউল ইসলাম, রবিন কুমার বিশ্বাস, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি মাজহারুল ইসলাম মিথুন প্রমুখ।

 

Comments (০)
Add Comment