পাবনা জেনারেল হাসপাতালে স্পাইন ইউনিট উদ্বোধন 

পাবনা প্রতিনিধি : ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে স্পাইন ইউনিটের উদ্বোধন করা হয়েছে।  সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে আলাদাভাবে এই হোল স্পাইন ইউনিট  চালু করা হয়।  হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: রফিকুল হাসান ফিতা কেটে স্পাইন ইউনিটের  উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা: আহমেদ তাউস, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, ডা: সাবেরা সুলতানা, ডা: বিপ্লব কুমার সাহা, ডা: রাশেদুল ইসলাম, ডা: আবু তালেব,  ডা শিউলি রানী সাহা, ডা: ফাতেমা মাসুর, ডা: কুতুব উদ্দিন আওয়াল, ডা: জাহিদুল ইসলাম, ডা: জাকারিয়া মানিক প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: আকসাদ আল মাসুর আনন।
এ বিষয়ে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান ডা: জাহেদী হাসান রুমি বলেন, ‘অনেক আগে থেকেই স্পাইন ইউনিট চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।
আজ সেটা সম্ভব হয়েছে। আমরা চাই,হাসপাতালে আগতরা স্পাইন সংক্রান্ত সকল সেবা পাবেন।’
পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম বলেন,’জেনারেল হাসপাতালের মতো অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও স্পাইন ইউনিট চালু করার মতো সৃজনশীলতা যারা দেখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
হাসপাতালের এই গুণগত পরিবর্তনের রুপকার হাসপাতালের সম্মানিত সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।’
সহকারী পরিচালক ডা: মো: রফিকুল হাসান বলেন, ‘আমি চাই এই হাসপাতালের স্বল্প জনবল এবং শত সীমাবদ্ধতার মধ্যেও যতটা সম্ভব ভাল সেবা  দিতে।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, হাসপাতালটিকে একটি জনবান্ধব আধুনিক হাসপাতালে রুপান্তর করতে।
Comments (০)
Add Comment