পুঠিয়ার কান্দ্রায় একই রাতে প্রায় দেড় শত বিঘা জমির গাছ কর্তন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ গাছের সাথে শত্রুতা, রাজশাহীর পুঠিয়ার কান্দ্রায় একই রাতে প্রায় দেড় শত বিঘা জমির গাছ কর্তন করেছে দূর্বৃত্তরা। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকরা পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানাযায়, রাজশাহী জেলার পুঠিয়ার কান্দ্রা মধ্যপাড়া মাঠে একই রাতে প্রায় দেড় শত বিঘা জমির উপর থাকা ছোট-বড় গাছ করাত দিয়ে কর্তন করেছে দূবৃত্তরা। সে মাঠে মুক্তার আলী, মামুন, তজো উদ্দিন, মুনছের রহমান, রিয়াজ উদ্দিন ও শহিদুল ইসলাম সহ প্রায় ২০ জনের জমি প্রায় দেড় শত বিঘা রয়েছে। এ সময় জমিতে থাকা আম, সুপারী, মেহগুনি ও বেল সহ বিভিন্ন রকমের গাছ কেটে ফেলে রেখে যায় তারা।
মুক্তার আলী জানান, কে-বা কাহারা একই রাতে দুর্বৃত্তরা এসে করাত দিয়ে গাছ গুলো কেটে রেখে যায়। এতে আমরা ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছি। আমরা থানায় অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমাদের দাবী তদন্ত সাপেক্ষে গাছ কর্তনকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক সাজা দেওয়ার অনুরোধ করছি।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোহওয়ার্দী হোসেন জানান, থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।