পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও মানবন্ধন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, মুক্তিযোদ্ধা কমান্ডার, এনজিও প্রতিনিধি প্রমুখ।
এরপর উপজেলা পরিষদ হল রুমে জয়িতাদের সম্মাননা প্রদান ও মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

Comments (০)
Add Comment