পুঠিয়ায় ইঁদুর নিধন ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া  উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে “আসুন, সম্পদ ও  ফসলের রক্ষায় সম্মিলিতভাবে ইঁদূর নিধন  করি” এবং “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই আকাংখিত, ক্ষুধামুক্ত পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে  ইঁদুর নিধন অভিযান ও বিশ্ব  খাদ্য দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় দিবস দুটি উপলক্ষ্যে আলাদা ব্যনারে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ওলিউজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়রম্যান জিএম হিরা বাচ্চু।
কৃষি সম্প্রসারণ অফিসার মো:কামরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  এ, কে, এম, মনজুরে মাওলা। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওমর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে ২০১৮ সালে সেরা ইঁদুর নিধনকারী ০৪ জন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

Comments (০)
Add Comment