পুঠিয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি, পুঠিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, বিআরডিবি রাজশাহীর উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কেএম গোলাম মোস্তফা সহ অনেকে।

এ সময় করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ৮১ জনের মধ্যে ১৫ জনের মাঝে এই ঋণের চেক প্রদান করা হয়।

Comments (০)
Add Comment