পুঠিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারান্টাইনে না থাকায় অর্থদন্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কোচিং সেন্টারসমূহ বন্ধে এবং সম্প্রতি বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান বলেন, বিদেশ থেকে এসে কমপক্ষে ১৪ দিন জন গনের মাঝে না আসতে বলা হয়েছে, কিন্তু সে ছোট বাচ্চাদের নিয়ে ওয়েলডিং কাজ করছেন নির্দেশনা পাওয়ার পরেও হোম কোয়ারান্টাইনে না থেকে লোকালয়ে ঘোরাফেরার জন্য পুঠিয়া কান্দ্রা এলাকায় সদ্য বিদেশ থেকে আগত মোঃ মামুনুর রশিদ (৩৫)কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন পৌর মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment