পুঠিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় এমপি মনসুরের জরুরী বৈঠক অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়া উপজেলার অসহায় গরিব দিনমজুর মানুষের সহায়তায় পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারদের কাছে ৩ টন করে ৬ মেঃ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে । মঙ্গলবার সকালে করোনা ভাইরাস মোকাবেলায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান এবং উপজেলার জনপ্রতিনিধিদের সাথে জরুরী বৈঠক করে এই চাউল বরাদ্দ দেন রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ  ওলিউজজামান, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ নাজমা আক্তার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহসানুল উল হক মাসুদ, গোলাম ফারুক, আবু বকর সিদ্দিক, শাহরিয়ার রহিম কনক প্রমূখ।

Comments (০)
Add Comment