পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা রোধে নাটিকা মঞ্চায়িত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা রোধে ১৫ দিন ব্যাপী প্রচার অভিযানের শেষ দিনে নাটিকা মঞ্চায়িত হয়। রোববার বিকেল ৪ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামে এনজিও এসেডো’র আয়োজনে নারী প্রতি সহিংসতা রোধে গণ সচেতনতা মূলক নাটিকা মঞ্চায়িত হয়।

পুঠিয়া কান্দ্রার ইয়ুথ গ্রুপের নাট্য দলের অভিনয়ে নারীর অবদান নামের নাটিকা মঞ্চায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াজেদ আলী, গ্রাম্য প্রধানদের মধ্যে আঃ সাত্তার প্রাং, সাদেক আলী, মহসিন আলী, এসেডো এনজিও ইমপাওয়ার ইয়ুথ ফর ওর্য়াক প্রজক্টের ফিন্যান্স এন্ড লজিষ্ট্রিক অফিসার রতন কুমার দাস এবং প্রজেক্ট ফ্যাসিলিটেটর ইসমাইল হোসেন প্রমুখ।

নাটোকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক, বাল্য বিবাহ ও জুয়ার ইত্যাদির কুফল সর্ম্পকে জনগণকে অবহিত করা হয়।

Comments (০)
Add Comment