পুঠিয়ায় প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত

মোহাম্মদ আলী, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় এই প্রথম ইউসুব আলী (৩০) নামের একজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার একটি গার্মেন্স প্রতিষ্ঠানে চাকরি করেন। ৮/৯ দিন আগে শরীরে জ্বর, সর্দি, কাশি নিয়ে গ্রামের বাড়ি পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বগুড়াপাড়া গ্রামে। পরে প্রশাসনের লোকজন খোঁজ পেয়ে তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন এবং তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। রবিবার (১২ এপ্রিল) রাত ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার বলেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে ভুগছিলেন এমন এমন অবস্থায় রোগীর শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে উপজেলার জিউপাড়া ইউনিয়নের একজনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। এ নিয়ে রাজশাহী জেলাতে এই প্রথম ১ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে।

Comments (০)
Add Comment