পুঠিয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।]

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার, পরিবার উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূইয়া, উপজেলা মৎস অফিসার মোঃ ওমর আলী, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল হক, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসান, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামাল বদিসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগণসহ সংশি¬ষ্ট সকলে সে সময় উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment