পুঠিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ ও বাটখারা জব্দ

অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ঝলমলিয়া হাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ১০০কেজি ঝাটকা ইলিশ ও ২০ কেজি দেশী মাছ এবং দাড়ি পাল্লা, বাটখারা জব্দ করে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টায় দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম এবং বিএসটিআই রাজশাহী সহ পুঠিয়া থানার এসআই আব্দুল খালেক ও তার সঙ্গীয় ফোর্স এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ৮ জন মাছ ব্যবসায়ীর দাড়ি পাল্লা ও বাটকারায় অনুমদিত ওজনের চেয়ে কম থাকায় তাদের নিকট থেকে মোট ২১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে ঝাটকা ইলিশ বিক্রেতা মাছ ও দাড়ি পাল্লা রেখে পালিয়ে গেলে ভ্রাম্যমান আদালত তা জব্দ করে। এরপর উক্ত মাছ গুলো স্থানীয় ৪ টি মাদ্রাসায় বিতরণ করে।

Comments (০)
Add Comment