পুঠিয়ায় মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস পলিত

পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পলিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের উদনপুর মাঠে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মাঠ দিবস পলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাহেদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শামস্ আফরোজ। বিশেষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম মেল্লা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সিবিজি মৎস্য চাষী সমিতি উদনপুর নয়ন ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment