প্রাইভেট ভার্সিটিতে কোনো ভ্যাট নয়-প্রধানমন্ত্রী

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাট মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ কথা বলেন।
একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় র্অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী কোন একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেছিলেন। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি এ বিষয়টির নিষ্পত্তি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, সরকারের নয়। ব্রেকিংনিউজ/

Comments (০)
Add Comment