ফখরুল আমাকে ফোন করেছিলেন, চাইলে প্রমাণ দিয়ে দেবো: কাদের

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোল কিংবা তাঁর মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপের বিষয়টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করলেও ‘ফোনালের প্রমাণ আছে’ বলে জানিয়েছেন কাদের।

এ নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন চরমে তখন ফোনালাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি (ফখরুল) ফোন করে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাতে অনুরোধ করেছেন, যার প্রমাণ আছে। রাজনীতিতে এত নীচে নামতে চাই না।’ব্রেকিংনিউজ

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরকে ফোন করার বিষয়টি অস্বীকার করে মঙ্গলবার সকালে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা তো কোনও প্যারোল নিয়ে কথা বলিনি। আমাদের দল থেকে আজ পর্যন্ত বলেছি কি? তো এটা নিয়ে কথা বলা কতটা সঠিক হয়েছে সেটা তিনি (ওবায়দুল কাদের) বিবেচনা করবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি সেদিনও পরিষ্কার করে বলেছি এই কথাগুলো, আপনারা তাকে (ওবায়দুল কাদের) জিজ্ঞেস করেন না কেন?’

এরই জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব আমাকে ফোন করেছেন। ফোন করে অনুরোধ করেছেন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। অসত্য কথা কেন বলবো? তিনি আমাকে অনুরোধ করেছেন। তিনি কি প্রমাণ করতে চান তিনি অনুরোধ করেননি? তাহলে কিন্তু ফোনালাপ প্রকাশ করে প্রমাণ দিয়ে দেবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন নতুন নাটক করছে বিএনপি। পরিবার, দল ও নেতারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা ব্যাকুল তারচেয়ে বেশি ব্যাকুল রাজনৈতিক ফায়দা নিতে।’

এর আগে গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে প্যারোলে মুক্তির বিষয়ে আমার সঙ্গে ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে কথা বলেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন, আমি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি অবহিত করি।’

এরই প্রেক্ষিতে আজ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্যারোল নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপের বিষয়টি অস্বীকার করেন মির্জা ফখরুল।

এদিকে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তাঁর স্বজনরা সাংবাদিকদের বলেন, উন্নত চিকিৎসার জন্য তারা খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে চান। এজন্য প্যারোলে খালেদা জিয়াকে মুক্তি দিলে তাদের কোনও আপত্তি থাকবে না। যদিও বেগম জিয়ার প্যারোল নিয়ে দ্বিমত আছে দলটির শীর্ষ পর্যায়ে।

Comments (০)
Add Comment