ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুচন্দা-রাফি

বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এ বছরও নভেম্বরের শেষ সপ্তাহে দু’জন ব্যক্তিত্বকে প্রদান করা হচ্ছে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এবার ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন সাংবাদিক রাফি হোসেন ও অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা।

জানা গেছে, অভিনেত্রী সুচন্দা চলচ্চিত্র পরিচালনায় এবং রাফি হোসেন চলচ্চিত্র সাংবাদিকতায় এই পুরস্কার পাচ্ছেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা। সঙ্গে থাকবে সম্মাননাপত্র ও ক্রেস্ট।

২০০৪ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ফজলুল হকের স্মরণে এই পুরস্কারের প্রবর্তন করেন।

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’এর পরিচালক প্রয়াত ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ২৬ অক্টোবর মারা যান। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সহধর্মিণী।

Comments (০)
Add Comment