বগুড়ায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিনটি পালন করে জেলা ও উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগ।

এ উপলক্ষে ৫ আগস্ট সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসন চত্বরের বটতলায় রক্ষিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা, সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, শরাফত ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনসহ প্রমুখ।

এর আগে সকাল ৮টায় টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি এ্যাডভোকেট আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রমুখ।

একই দিনে জেলার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।শনি

বার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মুক্তমঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা যুব উনয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র প্রমুখ।

শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বেলা ১০টার দিকে শাজাহানপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী, থানার অফিমার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ তারান্না বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে এ দিবস উপলক্ষ্যে জেলা ও উপজেলার বিভিন্ন যুবক ও কিশোরদের মধ্যে গাছে চারা বিতরণ করা হয়।

Comments (০)
Add Comment