বগুড়ার শেরপুরে জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ

: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ও ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পৃথক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের সভাপতিত্বে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা স্কাউট কমিশনার আলহাজ্ব শাহ জালাম সিরাজী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শফিকুল ইসলাম সারওয়ার, অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আফতার উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
অপরদিকে বেলা ১২টার দিকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফিরুজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সাইদুলসহ ১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহন করেন। জঙ্গিবাদ বিরোধী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান বলেন, একাত্তরের দেশবিরোধী বংশধরেরা ইসলাম প্রতিষ্ঠার জিকির তুলে ধর্মভীরু মানুষদের মগজ ধোলাই করে ইসলামের নামে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এরা জানেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শে গড়ে ওঠা বাঙালীরা ওই অশুভ চক্রের দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি জঙ্গিবাদ প্রতিরোধ গড়ে তুলতে সকলস্তরের মানুষকে একত্রিত হওয়ার আহবান জানান।

রাজশাহী বিভাগসারাদেশ
Comments (০)
Add Comment