বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় প্রাণনাশের হুমকী॥ প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

rbt

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য মালিকের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মরত ম্যানেজারকে তুচ্ছ ঘটনায় প্রাননাশের হুমকী দিয়ে আসছে প্রতিপক্ষ। এতে নিরাপত্তাহীন জীবন রক্ষার প্রতিকার ও আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী আলাউদ্দিন।
উপজেলার বাগড়া পূর্বপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আলাউদ্দিন গত ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি শেরপুরের শেরপুরের এ আর ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রাইভেট কোম্পানীতে ১২/০৮/২০১০ থেকে ২৫/০৪/২০১৭ সাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ম্যানেজার থাকাকালীন সময়ে তৎকালীন ওই প্রতিষ্ঠানের মালিক একই উপজেলার বনিকপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে হাবিবর রহমান হাবিব(স্বত্ত্বাধিকারী- হাবিব এন্টারপ্রাইজ) এর কাছ অর্থ ঋণ নেয় বলে জেনে ছিলেন। অথচ ওই ঋনের টাকা লেনদেনের সময় বা পরে তিনি কোনমতেই জড়িত ছিলেননা দাবী করেন। এদিকে এ আর ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রাইভেট কোম্পানীর মালিক হাবিব এন্টারপ্রাইজের মালিককে ঋনের টাকা পরিশোধ না করায় হাবিব এন্টারপ্রাইজ তার বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা করেন। তাছাড়া তৎকালীন কর্মরত প্রতিষ্ঠানে চাকুরীরত অবস্থায় কোনমতেই মালিকের নেয়া ঋনের দায়ভার কোনমতেই তার উপরে বর্তায় না বলে তিনি দাবী করেন। অথচ আমি চাকুরী থেকে অব্যাহতি নিজে ব্যবসা বাণিজ্যে করতে থাকায় তৎকালীন মালিক এ আর ট্রেড ইন্টারন্যাশনালের মালিকের ঋনের টাকা পরিশোধে আমাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছে হাবিবুর রহমান। যাহার সাথে আমি কোনমতেই জড়িত নই। এঘটনার বিষয়ে আমি হাবিবুর রহমান হাবিবের কাছে গত কয়েক মাস আগে জানতে চাইলে তিনি বলেন ‘‘ আমি তোর মালিককে খুজে পাচ্ছিনা, তুই ওখানে চাকরী করছিস, তোকেই টাকাগুলো পরিশোধ করতে হবে। নইলে তুই কেমনে ব্যবসা বাণিজ্য করিস দেখে নিব এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলবো” বলে হুমকী দিয়ে আসছে। এ ঘটনার প্রেক্ষিতে তিনি শেরপুর থানায় সাধারণ ডায়েরী নং ৩৪২ দায়ের করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এদিকে প্রতিপক্ষের উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা, ব্যবসা বাণিজ্যের ক্ষতিসাধন এবং নানাবিধ হুমকী-ধামকীতে নিরাপত্তাহীন জীবন রক্ষার প্রতিকার চেয়ে সংশ্লিস্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আলাউদ্দিন।

Comments (০)
Add Comment