বগুড়ার শেরপুরে পবিসে’র নতুন সংযোগ অব্যাহত ॥ নতুন বিদ্যুতের আলোয় উজ্জ্বলিত হলো ৪টি গ্রামের ৬৩৯টি পরিবার

বগুড়া প্রতিনিধি: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বপ্নানুযায়ী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা বাস্তবায়নের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ৪টি গ্রামের প্রায় ৬৩৯টি পরিবারে  বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি’র শেরপুর জোনাল অফিসের তত্বাবধায়নে প্রায় কোটি টাকা প্রকল্প ব্যায়ে নতুন বিদ্যুতের সংযোগ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার(২৭ আগস্ট) উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে স্থাপিত বিদ্যুৎ সংযোগ ক্যাম্পেইনে একযোগে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এ উপলক্ষে এক আলোচনাসভা সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া,  সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, সুঘাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ সরকার, খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম তালুকদার, খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান সরকার, সহ=সভাপতি আব্দুল মহসিন মোমিন, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, শেরপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দস প্রমুখ।  বিদ্যুতের নতুন সংযোগকালে তথ্যানুসারে জানা যায়, চলতি অর্থ বছরের এ প্রকল্পের অধীনে উপজেলায় সুঘাট ইইনিয়নের চোমরপাথালিয়া গ্রামে ২৫লাখ ৫৩ হাজার টাকা ব্যায়ে ১৭২টি, সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী উত্তরপাড়ায় ২১ লাখ ৮৮ হাজার টাকা ব্যায়ে ১৪৬টি, খানপুরের তালপুকুরিয়ায় ২৫লাখ ৯৮ হাজার টাকা ব্যায়ে  ১৮৩টি ও খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামে ১৩ লাখ ৪হাজার টাকা ব্যায়ে ১৩৮টি  পরিবার সহ মোট ৬৩৯টি পরিবারের মাঝে  প্রায় ৮৬ লাখ ৪৩ হাজার টাকা ব্যায়ে ৩০ টি পৃথক পৃথক ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে এ নতুন সংযোগ প্রদান করা হয়।
এ প্রসঙ্গে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, চলতি অর্থ বছরের উপজেলার আরো কিছু নতুন গ্রামে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে । তবে খুব শীঘ্রই বিদ্যুতের আলোবিহীন পরিবারগুলোর মাঝে নতুন সংযোগের ব্যবস্থা করা হবে।  এদিকে বিদ্যুৎ বিহীন ভুক্তভোগী পরিবারগুলো নতুন সংযোগে পেয়ে এবং তাদের ঘরে বিদ্যুতের আলোয় উজ্জ্বলিত হতে দেখতে পেয়ে বেশ আনন্দের বন্যাও চোখে পড়ার মতো।

রাজশাহী বিভাগসারাদেশ
Comments (০)
Add Comment