বগুড়ার শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্বশ্মানে বার্ষিক সনাতন ধর্মীয় সভা অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পৌর উত্তরবাহিনী মহাশ্বশ্মানে ২০ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ২৭তম বার্ষিক সনাতন ধর্মীয়সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কির্তনীয়াদল সমূহ গান কির্তন করেন।
বেলা ৪ টার দিকে ধর্মীয় ও আলোচনায় সভা পৌর উত্তরবাহিনী মহাশ্বশ্মান সংস্কার ও পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, এ্যাড. গোলাম ফারুক, ইলিয়াস উদ্দিন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো। পৌর শ্বশ্মান কমিটির সাধারণ সম্পাদ সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাপ্তাহিক তথ্য মালার সম্পাদক সুজিত বসাক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সভাপতি প্রকাশ কুমার সরকার, সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ শেরপুর শাখার সভাপতি বরেন্দ্রনাথ সান্যাল, সাধারণ সম্পাদত পরিমল দত্ত, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, নাজমুল হক খোকন, সাংবাদিক সবুজ চৌধুরী, বিদ্যুৎ তলাপাত্র প্রমুখ।
অপরদিকে একই মঞ্চে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সভাপতি প্রকাশ কুমার সরকারের সভাপতিত্বে সাংবাদিক দীপক কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের পশ্চিম বঙ্গের শিবসেনা’র রাজ্য সভাপতি, মুম্বাইয়ের অবসরপ্রাপ্ত স্পেশাল অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শ্রী শান্তি দত্ত। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র ড. অচিন্ত কুমার মন্ডল, প্রচার সম্পাদক শ্রী বলরাম বসাক, বগুড়া জেলা শাখার সদস্য সচিব ভীম কুমার সরকার, জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রধান সম্বনয়কারী সন্তোষ কুমার মাহাতো, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রনজিৎ সাহা, বগুড়া জেলা নেতা সিদ্ধার্থ ঘোষ, শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজীব দাস সাজু, শেরপুর পৌর শাখার সভাপতি আকাশ ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, ছাত্র মহাজোটের আহবায়ক নিখিল সরকার, প্রহল্লাদ দাস, নয়ন রায়, গৌরাঙ্গ দাস, পল্লব শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় কির্তনাদি ও আলোচনা প্রাধান্য পায়। ধর্মীয় হাজার হাজার ভক্ত নর-নারীদের সমাগমে উৎসব মুখরিত হয় অনুষ্ঠান স্থল। আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করেন আয়োজক কমিটি। তবে শ্বশ্মান উন্নয়ন নিয়ে একটি মামলা হয় গত ২ বছর এ অনুষ্ঠানটি বন্ধ থাকলেও এবার অনুষ্ঠান আবারো শুরু হওয়া বেশ প্রাণচাঞ্চল্যতা ভক্তবৃন্দের হৃদয়ে ফুটে উঠেছিল এমনটাই লক্ষ্য করা গেছে।

রাজশাহীসারাদেশ
Comments (০)
Add Comment