বর্ণিল আয়োজনে শেষ হলো (ইউডা)-এর এমবিএ শিক্ষার্থীদের পিকনিক

আলমগীর,ঢাকা :
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর এমবিএ শিক্ষার্থীদের নিয়ে গত শুক্রবার ও শনিবারে ড্রিম হলিডে পার্ক, নরসিংদী ও এম.জে. রিসোর্ট,বিক্রমপুরে“এমবিএ পিকনিক-২০১৮” অনুষ্ঠিত হয়েছে। এই আনন্দ আয়োজনে চলমান শিক্ষার্থীদের সাথে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। সকালে শংকর ক্যাম্পাস থেকে যাত্রা শুর হয়।শিক্ষার্থীরা যাত্রাপথে গাড়ির মধ্যে বাঁধভাঙ্গা আনন্দ-উল্লাস করে। দুপুরে মজার মজার খাবার উপভোগ করেন সবাই। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃ
তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি, কৌতুক পরিবেশনা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণ করেন।এই পিকনিকের আহবায়ক বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক আব্দুল্লাহ-হিল মুনতাকিম বলেন,
“পড়াশোনার পাশাপাশি বিনোদন ও দরকার আছে। পিকনিক সেই বিনোদনের অন্যতম একটা উপায়। রুটিনমাফিক ক্লাস ও পরীক্ষার একঘেয়েমি দূর করার জন্য সবার জন্য আমাদের এই আয়োজন যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। শিক্ষার্থীরাও এই আয়োজনে উচ্ছ্বসিত। ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান সবসময় এমন
আয়োজনের জন্য আমাদের অনুপ্রাণিত করেন । এই আয়োজন আমাদের সবার মাঝে নতুন উদ্যম এনে দিয়েছে। এসময় মুনতাকিম পিকনিক আয়োজনে বিভিন্নভাবে সহাযতার জন্য
রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী,মাস্টার্স প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড.সৈয়দ আব্দুল্লাহ সেলিম, প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার তপন কুমার বিশ্বাস, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, চেয়ারম্যান, এমবিএ কো-অর্ডিনেটর মাহমুদুল কবির, ফার্মাসিস্ট এ্যনিনা খান,ইকতিয়ার আহসান লিমন ও আবিদ রহমান অংকিতকে ধন্যবাদ
জানান। পিকনিকের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়কারী ছিলেন,বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক আব্দুল্লাহ-হিল মুনতাকিম।

Comments (০)
Add Comment