বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

পূর্ব নিউ বাগদাদের জাদিদা বাণিজ্যিক এলাকায় ৯ জন ও পশ্চিম বাগদাদে ৮ জন এ হামলা নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

চলতি বছর যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত শিয়া আধা সামরিক বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে একে একে সব অঞ্চল উদ্ধারের প্রেক্ষাপটে দেশটিতে বোমা হামলা বাড়িয়ে দিয়েছে আইএস

তবে ২০১৪ সালে দখল করার পর এখনও ইরাকের পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আইএস। এসব অঞ্চলের মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও রয়েছে।

Comments (০)
Add Comment