বাগাতিপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারির বিদায় সংবর্ধনা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ সাব রেজিস্ট্রি কার্যালয়ের প্রধান সহকারি হিসেবে প্রায় ৩৪ বছর চাকরি শেষে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারি আজিজুর রহমান। চাকরিজীবনের পরিসমাপ্তিতে শেষ কর্মস্থল বাগাতিপাড়া সাব রেজিস্ট্রি অফিস থেকে বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুরের জাহের আলীর ছেলে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তার সংসার। ২৯ সেপ্টেম্বর অবসরে যান আজিজুর । দীর্ঘ চাকরি জীবনে কষ্টকর কর্মদিবস গুলো তার স্মরণীয়। বুধবার সকালে বাগাতিপাড়া সাব রেজিস্ট্রিার রেজওয়ান আলমগীর বিদায় সম্মাননা দেয়। তবে এই বিদায়ের দিন সাব রেজিস্ট্রিার রেজওয়ান আলমগীর , সদ্যযোগদান কারী প্রধান সহকারি আব্দুল আজিজ ,দলিল লেখক রিয়াজুল ইসলাম,নকল নবীশ সোহারাব হোসেন ও হাবিবুর রহমান যেভাবে বিদায় সম্মাননা দিয়েছেন, তাতে তিনি খুবই অভিভূত হন। এ সময় চাকরিজীবনের সব কষ্ট গ্লানি ভুলে গেছেন বলেও অনুভূতি প্রকাশ করেন তিনি। বাগাতিপাড়া সাব রেজিস্ট্রিার রেজওয়ান আলমগীর’র জানান, ৩৪ বছরের কর্মজীবনে সততার সহিত দায়িত্ব পালন করায় বিদায় মুহূর্তে আজিজুর কে সম্মানিত করা হয়েছে। অনেকের চাকরিজীবনের বিদায়লগ্নে এ ধরনের সম্মান ভাগ্য জোটে না। বাকী দিন গুলো তার ভালো কাটুক এমনটা প্রত্যাশা করেন তিনি।