বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের কর্মসুচির প্রথম দিনে অবরোধ চলছে নাটোরে

নাটোর প্রতিনিধি: বিএনপির দফায ডাকা দেশব্যাপী দুই দিনের কর্মসূচির প্রথম দিনে অবরোধ চলছে নাটোরে। আজ বুধবার সকালে নাটোরে থেকে ঢাকাগামী কোচ কাউন্টার খোলা রয়েছে। আন্তঃজেলা পরিবহনের বাস সংখ্যা কম হলেও যাত্রী হলেই ছাড়ছে। প্রতি অবরোধের দিনের মত থ্রি হুইলার, সিএনজি, লেগুনা ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে।

তবে এজন্য যাত্রীদের অধিক সময় ও অর্থ গুনতে হচ্ছে। যাত্রীদের বক্তব্য এভাবে অবরোধ দেওয়ায় তাদের হয়রানীর শিকার হতে হচ্ছে। যাত্রী সাধারনের হয়রানী দূর করতে দ্রুত এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। বাসে কর্মরতরা জানান, ঠিকমত বাস না চলায় তারা পড়েছেন বিপাকে। কোন কাজ কর্ম না থাকলে তারা চলবেন কিভাবে।

কোচ কাউন্টার মাষ্টাররা বলছেরন তারা প্রতিদিেিনর মত ভোর সাড়ে ৬ টা থেকে কাউন্টার খুলে রেখেছেন। কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম জন্য তারা সমস্যায় পড়েছেন। ২০/২৫ জন যাত্রী না হলে তাদের গাড়ির খরচ ওঠে না। দুই একজন যাত্রী আছে। তবে যাত্রী হলেই তারা গাড়ি ছাড়বেন। এদিকে যে কোন প্রকার বিশৃংখলা এড়াতে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

Comments (০)
Add Comment