বিএনপি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড দেখতে পায় না- এমপি শিমুল 

নাটোর প্রতিনিধি: নাটোর -২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য বলেছেন, “বিএনপি জামায়াত গোষ্ঠি আওয়ামী লীগ সরকারের উনয়ন কর্মকান্ড চোখে দেখতে পায় না। তারা সব সময় দেশকে পেছনে টেনে ধরার চেষ্টা চালাচ্ছে।

এজন্য আওয়াামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। সংসদ সদস্য শিমুল বুধবার নাটোরে ১৭.৯৪ কোটি টাকা ব্যায়ে নাটোরের বনবেলঘড়িয়া আরএইচডি সড়ক থেকে তাহেরপুর জিসি ভায়া মমিনপুরহাট রাস্তা পর্যন্ত ৯.১৭ কিমি রাস্তার নির্মাণ ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তার স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য দীলিপ কুমার দাস,যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, সাবেক উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম,তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সহ অন্যান্যরা।

Comments (০)
Add Comment