বিএমডিএ কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জুন ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় বিএমডিএ’র সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের সুস্থ্যতা কামনা করে পবিত্র কোরআন তেলায়াত শেষে দোয়ার মাধ্যমে মুল সভা শুরু হয়।

সভায় স্বাগত বক্তব্যে শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি, বাঙালি জাতি-স্বত্তার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন ৩ নভেম্বর জেলের অভ্যান্তরে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতাকে। এ ছাড়াও ৩০লক্ষ বীর শহীদ যাঁদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি, প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব ড. মোঃ আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) জনাব মোঃ আব্দুল লতিফ , তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এটিএম মাহফুজুর রহমান,

তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শহীদুর রহমান, প্রকল্প পরিচালক ও (নির্বাহী প্রকৌশলী) জনাব মো: হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক (ঊওঘউ প্রকল্প) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব সুমন্ত কুমার বসাক সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভায়।

Comments (০)
Add Comment