বিচারক বদলির বিধান, সংবিধানের ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: সংবিধানের ১১৫ ও ১১৬ অনুচ্ছেদের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিচারপতি তারিক উল হাকিম ও মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট দায়ের করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট দায়েরের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, ‘সংবিধানের চতুর্থ সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করেছি। ৭২ সালের মূল সংবিধানে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যাস্ত ছিল, তবে তা ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যাস্ত করা হয়। আমরা সংবিধানের এই সংশোধনীকে চ্যালেঞ্জ করেছি।’

Comments (০)
Add Comment