ভারতীয় সহকারী হাই কশিনারের বগুড়ার শেরপুরের মা-ভবানী মন্দির পরিদর্শন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ভারতীয় সহকারী হাইকমিশনার, অভিজিৎ চট্টপাধ্যায় ও তার সহধর্মিনী বুধবার(২৬ অক্টোবর) বেলা আড়াইটায় বগুড়ার শেরপুরের ঐহিত্যবাহি মা-ভবানী মন্দির পরিদর্শন করেন।
এসময় ভবানীপুর মন্দির পরিচালনা বোর্ডে ট্রাস্টি ডা. এন সি বাড়ই, কল্যান প্রসাদ পোদ্দার, সাগর কুমার রায়, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক সুমনা রায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার কবিরাজ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিরাঞ্জন সিংহ,পুজা উদযাপন পরিষদের জেলা নেতা স্বপন কুমার চক্রবর্তী, শেরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মের বিশ্বের ৫১তম পীঠ ঐহিত্যবাহি, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মা-ভবানীপুর মন্দিরের পুরার্কীতি ও শাঁখারী পুকুর, ভোগঘরসহ নানা দিকের জীর্ণদশা, সাময়িক উন্নয়ন ও সংক্ষিপ্ত ইতিহাস মন্দিরের পুরোহিত বর্ণনা করলে ভারতীয় সহকারী হাই-কমিনার অভিজিৎ চট্টপাধ্যায় পরিদর্শন শেষে মন্দিরের সংস্কার ও উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাজশাহী বিভাগসারাদেশ
Comments (০)
Add Comment