ভারতের গুজরাটে চলন্ত ট্রেনে আগুন

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে যাত্রীবাহী হামসাফার এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বলসাড স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ট্রেনটির জেনারেটর কোচ এবং যাত্রীবাহী গাড়িতে আগুন লেগে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, তিরুচিরাপল্লী থেকে শ্রী গঙ্গানগর যাওয়ার পথে শনিবার দুপুর ২টা নাগাদ গুজরাটের ভালসাদ স্টেশন ছাড়ার পরেই ট্রেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই দ্রুত ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ট্রেনে আগুন লেগেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বহু পোস্টে চলন্ত ট্রেনের বেশ কয়েকটি কেবিন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

ভারতের ওয়েস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর সংবাদমাধ্যমকে বলেন, বলসাড স্টেশন দিয়ে যাওয়ার সময় তিরুচিরাপল্লী থেকে শ্রী গঙ্গানগরের দিকে রওনা দেওয়া হামসাফার এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কার ও ব্রেক ভ্যান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সব যাত্রীকে ট্রেনের পাশের কেবিনে সরানো হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Comments (০)
Add Comment