ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। তারা অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। নিহতরা সবাই নারী।
শনিবার লিবিয়া উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটি রাজধানী ত্রিপোলির পূর্বে গারবুলি এলাকা থেকে রওনা দিয়েছিল। খবর দ্য গার্ডিয়ান’র
লিবিয়ার নৌবাহিনী জানিয়েছে, নৌকাটিতে প্রায় ১৫০ জন অভিবাসন প্রত্যাশী ছিল। কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা এখনও নিশ্চিত নয়।
বেঁচে যাওয়াদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তা কমোডর সের্গেইও লিয়ার্দো জানিয়েছেন, ডিঙ্গিটি ফুটো হয়ে যাওয়ার পর এটি ডুবতে শুরু করে। বিকেলে উদ্ধাকারীরা পৌঁছানো পর্যন্ত ২০ জন অভিবাসন প্রত্যাশীকে ডিঙ্গিটিতে ভেসে থাকতে সক্ষম হয়েছিল। অন্যরা ততক্ষণে পানিতে ভাসছিল।
উল্লেখ্য, গত এক বছরে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কমপক্ষে সোয়া লাখ অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। একই সময় সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩ হাজারের বেশি লোকের প্রাণহানি হয়েছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দাবি।

Comments (০)
Add Comment