মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পুষ্টিকর খাবার বিতরণ, র‌্যালী আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আযোজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোজনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, কৃষি অফিসার কৃষিবীদ মোমরেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব আলম, গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. রুবি, জুনিয়র কলসানটেন্ট ডাঃ নাহিদুজ্জামান নাহিদ, ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান, একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম প্রমূখ।

এর আগে একটি র‌্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতদিন ব্যাপী পুষ্টি প্রতিযোগীতা, পুষ্টি বিষয়ক বিশেষ সভা, বিভিন্ন এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Comments (০)
Add Comment