মহাদেবপুরে নিখেঁাজের তিনদিন পর কলাবাগানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের তিনদিন পর বুধবার দুপুরে বাড়ির অদূরে কলাবাগানের ভেতর বরই গাছ থেকে মকলেছার রহমান (৫৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান বামনদহ গ্রামে। মকলেছার রহমান রাজশাহীর বাঘমারার মৃত সমতোল সোনারের ছেলে।

তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত পরিবার পরিজন নিয়ে মহিষবাথান বামনদহ গ্রামে বসবাস করছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোন সন্ধান পাননি স্বজনরা।

বুধবার সকালে কলা বাগানের পানি বের করে দেয়ার জন্য সেখানে গেলে তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার (ওসি) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Comments (০)
Add Comment