মায়ামি জিতলেও স্বস্তিতে নেই মেসি

মায়ামির জার্সিতে মেসি। ছবি : এএফপি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা। মায়ামির হয়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) মেসি-সুয়ারেজ ছাড়াও গোল করেছেন রবার্ট টেলর।

দলকে কোয়ার্টার ফাইনালে তুলেও স্বস্তিতে নেই মেসি। ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছাড়েন তিনি। মেসির বদলি হিসেবে নেমে রবার্ট টেলর গোলও পান। তবে, ভক্তদের দুশ্চিন্তা ছিল, আবারও কি চোটে পড়েছেন মেসি? সেই আশঙ্কাই সত্যি হলো।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্টিনো নিশ্চিত করেন মেসির চোটের বিষয়টি। তিনি বলেন, ‘সে (মেসি) ডান পায়ের পেশিতে টান অনুভব করেছে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তাই, উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি, চোট কতটা গভীর। যদি, খারাপ অবস্থা না হয় তাহলে পরের ম্যাচেই মাঠে নামবে।’

গত বছরের প্রায় অনেকটা সময়জুড়ে চোটের সঙ্গে লড়াই করেছিলেন মেসি। ছিলেন মাঠের বাইরে, কাজ করেছেন ফিটনেস নিয়ে। পুরোনো চোট ফিরে আসা তাই অস্বস্তিকর বটে।

Comments (০)
Add Comment