মার্কিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘ইয়েভা’

বিনোদন ডেস্ক: ইরানি-আরমেনিয়ান চলচ্চিত্র নির্মাতা আনাহিদ আবাদের প্রশংসিত ড্রামা ‘ইয়েভা’ সেরা ছবির খেতাব কুড়িয়েছে। ছবিটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১১তম ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস-ডিটিএলএ ফিল্ম ফেস্টিভ্যালের বিদেশি ভাষার ফিচার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। ঘরে তোলে সেরা ছবির অ্যাওয়ার্ড।

‘ইয়েভা’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও ন্যাশনাল সিনেমা সেন্টার অব আরমেনিয়া। ছবিটি ইয়েভা চরিত্রের এক তরুণীর কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। এই তরুণীর শ্বশুর বাড়ির লোকজন অত্যন্ত প্রভাবশালী। স্বামীর মর্মান্তিক মৃত্যুর পর কন্যা নারেহকে নিয়ে তিনি শ্বশুর বাড়ি ত্যাগ করেন। পালিয়ে গিয়ে কারবাখ অঞ্চলের একটি গ্রামে তিনি আশ্রয় নেন। সেখানে তিনি একেবারে অপরিচিত। গ্রামটিতে তরুণী ছদ্মবেশে বসবাস করতে বাধ্য হয়।

ফিচারটি বর্তমানে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের থিয়েটারে দেখানো হচ্ছে। আরমেনিয়া থেকে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের জন্য লড়তে ছবিটি মনোনয়ন লাভ করে। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে ‘ইয়েভা’ বাদ পড়ে।

ডিটিএলএ চলচ্চিত্র উৎসব লস অ্যাঞ্জেলেসে ২৩ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।

Comments (০)
Add Comment