মুক্তির চার বছর পর লন্ডনে ‘বাহুবলী’র অনন্য রেকর্ড!

বিনোদন ডেস্ক: ভারতীয় ছবি হিসেবে দেশে এবং বিদেশে একের পর এক রেকর্ড ভেঙে দেওয়ার পর দক্ষিনী এই ছবির বাহুবলীর মুকুটে জুড়ে গেল নয়া পালক।

মুক্তির চার বছর পর শনিবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে লাইভ প্রদর্শিত হল ‘বাহুবলী-দ্য বিগিনিং’। ১৪৮ বছরের ইতিহাসে প্রথম নন-ইংলিশ ছবি হিসেবে যুক্তরাজ্যের অভিজাত থিয়েটারে দেখানো হল এসএস রাজামৌলি পরিচালিত এই ‘মাস্টারপিস’।

মহিষমতী সাম্রাজ্যের উত্থান-পতনের বর্ণময় কাহিনী দেখে করতালি দিয়ে বাহুবলী’কে অভিবাদন জানালেন ব্রিটেনের সিনেপ্রেমী সাধারণ মানুষ। মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে লন্ডনের অ্যালবার্ট হলে শনিবার উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা প্রভাস-রানা ডাগুবতী, অভিনেত্রী অনুশকা শেট্টি স্বয়ং।

এদিন রয়্যাল অ্যালবার্ট হলে ছবির স্ক্রিনিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ডে লাইভ অর্কেস্ট্রা পারফর্ম করেন ছবির মিউজিক ডিরেক্টর এমএম কীরাবানি এবং তার টিম। যুক্তরাজ্যের অভিজাত থিয়েটার হলে ছবির প্রিমিয়রে যা এদিন আলাদা মাত্রা যোগ করে।

Comments (০)
Add Comment