মেসির নৈপুণ্যে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের পথে ফেরানোর পাশাপাশি লা লিগার শীর্ষেও নিয়ে গেলেন লিওনেল মেসি। কাম্প নউয়ে লা লিগার ম্যাচে শনিবার রাতে রিয়াদ সোসিয়েদাদের বিপক্ষে এক-শূন্য গোলে জিতেছে বার্সেলোনা। আগের ম্যাচে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল কিকে সেতিয়েনের দল।

খেলার প্রথম ১৫ মিনিটের মধ্যে লিওনেল মেসির দারুণ পাস থেকে দু’টি সুযোগ আসে মার্টিন ব্রাথওয়েটের সামনে। কোনোটিই কাজে লাগাতে পারেননি তিনি।

৩৩তম মিনিটে প্রথম বড় পরীক্ষার সামনে পড়েন মার্ক-আন্ড্র্রে টের স্টেগেন। ছুটে এসে বল নিয়ন্ত্রণে নেন বার্সেলোনা গোলরক্ষক। একটুর জন্য নাগাল পাননি সোসিয়েদাদের পোর্তো।

৪০তম মিনিটে দারুণ সুযোগ এসে যায় মেসির সামনে। সবশেষ ৭ ম্যাচের ছয়টিতেই জালের দেখা না পাওয়া এই ফরোয়ার্ড ব্যর্থ আবারও।

বিরতির পর আবারও সুযোগ আসে মেসির সামনে। ডান পায়ের শট লক্ষ্যে রাখতে পারেননি অধিনায়ক। ৬০তম মিনিটে আরও একটি শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

অবশেষে ৮১তম মিনিটে মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। মিকেল ওইয়ারসাবালের হ্যান্ডবলের জন্য ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই রয়েছে রিয়াল মাদ্রিদ।

Comments (০)
Add Comment