যুক্তরাষ্ট্রে আরও ১১ জনসহ ২১৭ বাংলাদেশির মৃত্যু

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১৭ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে মঙ্গলবার শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ বাংলাদেশি। যাদের তিনজনের আদিবাড়ি সন্দ্বীপ উপজেলায়।

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃত্যুর হার কমছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই ১১ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ৬ জনেরই বয়স ৫৬-৭০’র মধ্যে। বাকিদের বয়স ৮০ বছরের বেশি।ব্রেকিংনিউজ

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জন হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১), মোহাম্মদ জায়েদ (৮২) ও আমিরুন নেসা খাতুন (৮৮)।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যু বিশ্বের অন্য সব দেশের চেয়ে বেশি। দেশটিতে এ পর্যন্ত ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন আক্রান্ত ও ৫৯ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি নিউইয়র্ক শহরে।

Comments (০)
Add Comment