রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সংশোধনের লক্ষ্যে এডভোকেসি সভা

রাজশাহী অফিস : এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডির) আয়োজনে তামাক বিক্রেতাদের জন্য পৃথক ট্রেড লাইসেন্সের বিধান অন্তর্ভূক্তিসহ তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সংশোধনের লক্ষ্যে এডভোকেসি সভা আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবন জিআইজেড সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, তামাক মুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে গাইডলাইন সংশোধনকল্পে স্থায়ী কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশন এলাকাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ মিটারের মধ্যে তামাকজাত পণ্যের কোন দোকান থাকবে না। উন্মুক্তভাবে তামাকজাত দ্রব্য বিক্রয় নিরুৎসাহিত করতে এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন প্রদত্ত ট্রেড লাইসেন্সে সচেতনতামূলক শ্লোগান ব্যবহার করা হবে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। উন্মুক্তস্থানে, পাবলিকপ্লেসে, ফুটপাতে যত্রতত্রভাবে সিগারেট বিক্রি যেন না হয় এজন্য এসিডির এ কার্যক্রমকে আরো বৃহৎ আকারে করতে অনুরোধ জানান তিনি।
রাসিকের শিক্ষা,স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সদস্য ও ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল লাইলীর সভাপতিত্বে সভায় ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সুলতানা রাজিয়া, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুসলিমা বেগম বেলী, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান। বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, উন্মক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ট্যাক্সেসন্স কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষক রফিকুল হক সেন্টু। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ে করনীয় সম্পর্কে তথ্য উপস্থাপন করেন এসিডির এ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম। সভায় রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment