রাজশাহীতে ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগান করলো ‘বিডি ক্লিন’

প্রেস বিজ্ঞপ্তি: বিজয়ের ৫৩ বছর উপলক্ষে সারা বাংলাদেশে ৫৩ টি ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগান তৈরির কার্যক্রম হাতে নিয়েছে বিডি ক্লিন। তারই ধারাবাহিকতায় রাজশাহীতে ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগান তৈরি করলো বিডি ক্লিন রাজশাহীর মেম্বাররা।

রোববার (১০ ডিসেম্বর) নগরীর ভদ্রা ফ্লাইওভার এলাকায় একটি ময়লার ভাগাড় সারাদিনে পরিষ্কার করে প্রায় শতাধিক ফুলের গাছ রোপণ করে ও জায়গাটি ঘেরাও করে দেয় বিডি ক্লিনের সদস্যরা।

বিডি ক্লিন রাজশাহীর অতিরিক্ত সমন্বয়ক শাহাদাত হোসেন বলেন ‘পরিচ্ছন্নতা শুরু হক আমার থেকে’ এ প্রতিপাদ্য নিয়ে ২০১৬ সাল থেকে পলিথিন বর্জ্য অপসারণ করে ময়লার ভাগাড়কে ফুলের বাগানে রূপান্তরিত করার কার্যক্রম শুরু করেছে ‘বিডি ক্লিন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আর আমরা এর সদস্য হিসেবে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি ।

বিডি ক্লিন রাজশাহীর জেলা সমন্বয়ক সাজিদুর রহমান বলেন কষ্টে অর্জিত স্বাধীনতার এই মাটি নোংরা ও অপরিচ্ছন্ন রাখতে চাই না। সেজন্য বিজয়ের মাসে আমাদের এই উদ্যোগ।

সেখানে আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহী শাখার সহ-সমন্বয়ক ইশতিয়াক, উপ-সমন্বয়ক নয়ন, তারিফ অংকন সহ আরো সদস্যবৃন্দ।

Comments (০)
Add Comment