রাজশাহীতে শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করণে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী এলাকায় জন্মগ্রহণকারী সকল শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সরিফুল ইসলাম বাবু বলেন, কোন শিশুই যেন জন্ম নিবন্ধন কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সচিব, ডাটাএন্ট্রি অপারেটর ও টিমলিডারকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ইপিআই কার্যক্রমে পরপর দশবার প্রথম স্থান অর্জন করেছে। জন্ম নিবন্ধন কার্যক্রমেও আমাদের কম সাফল্য নেই।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বলিষ্ঠ নেতৃত্ব পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, পরিবেশবান্ধব এ নগরী দেশের সেরা নগরীতে পরিণত হয়েছে। আমাদের এ সাফল্য অব্যাহত রাখতে হবে।

ইতোমধ্যে ইউনিসেফের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে নিরাপদ স্যানিটেশন কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে পরিচ্ছন্ন কার্যক্রম বিষয় জোরদারকরণে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নাগরিকবৃন্দ ও সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সভা আয়োজন করা হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র-২ ও ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, কামরুজ্জামান, আনোয়ারুল আমিন আযব, নুরুজ্জামান, ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেন, সকল ওয়ার্ডের সচিবগণ, ডাটাএন্ট্রি অপারেটর, টিম লিডারগণ উপস্থিত ছিলেন।