রাজীবের মৃত্যু: প্রতিবেদন ২২ ডিসেম্বর

আইন-আদালত ডেস্ক: রাজধানীর করওয়ান বাজারে বেপরোয়া দুই বাসের চাপায় সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী নতুন এ দিন ধার্য করেন।

গত বছরের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। এ সময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের রেষারেষিতে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গত বছরের ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ঘটনায় দুই বাসের চালক বিআরটিসির ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০) বর্তমানে কারাগারে আছেন।

Comments (০)
Add Comment